এরশাদ কি বাস্তবে মহাজোট ছেড়ে যাবে না অন্য উদ্দেশ্য

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ২৫ জুন, ২০১৩, ০৯:২৯:০৭ রাত

দীর্ঘদিন যাবৎ সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ বিভিন্ন সভা সমাবেশে বলতে শুনেছি, তিনি মহাজোটের সাথে থাকছেন না। তিনি একক ভাবে নির্বাচন করবেন। তথন চিন্তা করেছি, শেখ হাসিনার জোটে থেকে, তার মন্ত্রীসভায় থেকে এরশাদ মহাজোট ছেড়ে যাওয়ার কথা বলার কারন কি? ছেড়ে যাই যাই বলে তিনি ছেড়ে যাননি। তার অর্থ হচ্ছে শেখ হাসিনার ইশারায় তিনি নেচেছেন। কারন আওয়ামীলীগ চাইবে তত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয়পার্টিকে বিরোধি দল করে নির্বাচনী বৈতরনী পার করে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে। তা না হলে এরশাদ জোট ছেড়ে যাবে বলবে, আর বিরুদ্ধে কৃত মামলাগুলো সক্রিয় হবে না তা হতে পারে না।

বর্তমানে চার সিটি কর্পোরেশনের নির্বাচনে মহাজোটের চরমভাবে পরাজয়ের পর। এরশাদের দলে ভয়ের কাজ করছে, এবং আওয়ামীলীগ সরকার জাতীয়পার্টিকে অবহেলা, জোটে বড় দল হওয়া শর্তেও তাদেরকে বাদ দিয়ে বামদের মূল্যায়ন করাতে এবঙ বামদের মন্ত্রী করাতে ও আওয়ামীলীগ সরকার দুই বার প্রেসিডেন্ট নির্বাচন করলেও তাকে না করাতে এরশাদের উপর তার দলের নেতা কর্মীদের জোট ছাড়ার জন্য পেশার আসতেছে । অন্যদিকে আওয়ামীলীগের জন সমর্থন তলানিতে পৌঁচেছে। তাই এরশাদের দলে চাপা ভয় কাজ করতেছে। যদিও এরশাদ শেখ হাসিনার শেখানো কথা এতদিন মাঠে ছেড়েছে। কিন্তু তার দলের ভয় উৎকন্ঠা দেখে আওয়ামীলীগ সরকার চিন্তা করতেছে এরশাদ বাস্তবে কোন মহাজোট ছেড়ে বিএনপির সাথে যোগ দিবে কিনা? তাই সরকার তাদের চামচা মিডিয়ার মাধ্যমে রব উঠিয়ে দিয়েছে, জাতীয়পার্টি মহাজোট ছেড়ে বিএনপির সাথে যোগ দিয়ে মহা-মহাজোট করতেছে। সে নিরিখে এরশাদ তার প্রথমা স্ত্রী রৌশনকে নিয়ে সিঙ্গাপুরে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করতেছে এবং কাজী ফিরোজ রশীদ লন্ডনে তারেক রহমানের সাথে শলা পরামর্শ করতেছে। এগুলো হল আওয়ামীলীগের খেলা এবং এরশাদকে ট্রাই করা যে, তিনি শেখ হাসিনার কথায় আছেন কিনা, নাকি সরে গেছেন।

বিষয়: বিবিধ

৯৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File